নয়াদিল্লি, ১৭ নভেম্বরঃ আজ বাজার খুলতেই ৪০০ পয়েন্ট লাভের মুখ দেখল সেনসেক্স। নিফটির সূচক লাফিয়ে বাড়ল ১০৯.৮০ পয়েন্ট।
দীর্ঘ ১৩ বছর পর ভারতের ক্রেডিট রেটিং বিএএ৩ থেকে বিএএ২ করল মার্কিন রেটিং সংস্থা মুডিজ। তারা বলেছে, যে সব আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার ঘটেছে তার মাধ্যমেই আর্থিক বৃদ্ধি আসবে।
২০০৪ সালে শেষবার মুডিজ ভারতের রেট আপগ্রেড করে বিএএ৩ করেছিল। বিএএ৩ হল বিনিয়োগের নিম্নতম ধাপ, জাঙ্ক স্ট্যাটাসের ঠিক একধাপ আগে। ২০১৫-য় রেটিং আউটলুক পজিটিভ থেকে কমিয়ে স্টেবল করে তারা। এবার আবার সেই আউটলুক স্টেবল থেকে বাড়িয়ে পজিটিভ করেছে।
মুডিজ বলেছে, নোটবাতিল, নন পারফর্মিং লোনকে ব্যাংকিং ব্যবস্থায় আবার ফিরিয়ে আনার জন্য নেওয়া ব্যবস্থা, বায়োমেট্রিক অ্যাকাউন্টের আধার ব্যবস্থা ও ভর্তুকি গ্রাহকদের অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির টাকা পৌঁছে দেওয়ার মত একাধিক পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনীতির ভার অনেকটাই কমিয়েছে মোদি সরকার। মুডিজ মনে করছে, এই আর্থিক সংস্কারের ফলে সঙ্কটজনক আর্থিক পরিস্থিতিতেও দেশের সামনে খুব একটা সমস্যা হবে না, বরং ঋণের পরিমাণ কমবে।
মুডিজ বলছে, ২০১৮-র মার্চ পর্যন্ত আর্থিক বছরে ডিজিপি ৬.৭ শতাংশ হারে বাড়বে, তবে যাবতীয় সাময়িক বাধা কাটিয়ে উঠতে পারলে আগামী অর্থবর্ষে জিডিপি ৭.৫ শতাংশ হারে বাড়তে পারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zNICbp
November 17, 2017 at 12:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন