সুরমা টাইমস ডেস্ক::
অ্যালবামার সিনেট প্রার্থী রয় মুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পরও তার পক্ষে এগিয়ে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের সিনিয়ররা মুরের বিরুদ্ধে অবস্থান নিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার পক্ষেই অবস্থান নেয়ার কথা জানিয়েছেন।
মুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনেক আগে ১৪ বছর বয়সী এক বালিকাকে যৌন নির্যাতন করেছিলেন। তিনি সেই বিষয়টি স্বীকারও করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মুর তো বিষয়টি অস্বীকার করছেন। মঙ্গলবার থ্যাংকসগিভিংডে’র ছুটি উপলক্ষ্যে ফ্লোরিডা যাওয়ার আগে ট্রাম্প বলেন, এই ধরনের ঘটনা ঘটেনি। আপনাকে তো তার কথাও শুনতে হবে।
হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, এই ধরনের অভিযোগ ভুয়া হতে পারে। কারণ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার বিরুদ্ধেও কয়েকজন নারী যৌন নির্যাতনের ঘটনার অভিযোগ তুলেছিলেন। আর সেভাবেই এই ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক স্বার্থে অভিযোগ করা হতে পারে মুরের বিরুদ্ধে। ট্রাম্প মনে করছেন, আগামী মাসে অ্যালবামার সিনেট নির্বাচনে জনপ্রিয়তার কারণে মুরই জয় পাবেন। সিএনএন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hNH6f3
November 24, 2017 at 09:26PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন