গুজরাত ভোটের আগেই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল গান্ধি

নয়াদিল্লি, ১৯ নভেম্বরঃ প্রধানমন্ত্রীর সঙ্গে মোকাবিলায় এবার সরাসরি রাহুল গান্ধি৷ গুজরাত ভোটের আগেই কংগ্রেস সভাপতি হিসেবে অভিষেক হল রাহুল গান্ধির।

আগামীকাল সকাল সাড়ে ১০ টা নাগাদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকলেন সোনিয়া৷ রাহুলের পথ প্রশস্ত করতেই এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে সভাপতি পদে নির্বাচনের নির্ঘণ্ট চূড়ান্ত হবে। কংগ্রেস সভাপতি পদে রাহুলের পদোন্নতি এখন শুধু সময়ের অপেক্ষা৷

নির্বাচন কমিশন জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, মনোনয়ন পেশ করার শেষ দিন ১ ডিসেম্বর। প্রয়োজনে নির্বাচন হবে ৮ ডিসেম্বর। পরের দিনই গুজরাতে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ।

কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেছেন, ‘যদি সভাপতি পদে একটাই মনোনয়ন পেশ করা হয়, তাহলে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই ঘোষণা করা হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল।’ ফলে ১ ডিসেম্বরই কংগ্রেস সভাপতি হতে পারেন রাহুল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hDP5vk

November 19, 2017 at 02:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top