কুলাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নিজস্ব প্রতিনিধি:: কুলাউড়ায় পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফয়ছল মিয়া (২৮) নামের অপর চাচাতো ভাই নিহত হয়েছেন। শনিবার রাতে উপেজেলার জয়চন্ডী ইউনিয়নের পূশাইনগর ছোটই মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরই পালিয়ে যায় চাচাতো ভাই তাহের।

রবিবার নিহতের বাবা চিনু মিয়া কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং (০৬(১১)১৭)। মামলায় তাহের মিয়াকে (১৬) ১ নম্বর আসামী করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়- শাইনগর এলাকায় স্থানীয় বাজারে টিভি দেখার সময় চিনু মিয়ার পুত্র ফয়ছল মিয়া এবং একই এলাকার আলতা মিয়ার পুত্র তাহের মিয়া (১৬) ঝগড়া শুরু করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তাহের ধারালো ছুরি দিয়ে ফয়ছল (২৮) এর পেটের নিচ অংশে কোপ দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে এলে ফয়সালের অবস্থা আশংকাজনক হওয়ায় ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সিলেটে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু জানান, তারা সম্পর্কে একজন অন্য জনের চাচাতো ভাই। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।

কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম মুসা ফয়ছল খুনের বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাত করেই পালিয়ে গেছে তাহের। তবে খুব শিঘ্রই তাকে আটক করা হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2heDAO7

November 05, 2017 at 07:44PM
05 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top