দেরিতে চললেও এসএমএস অ্যালার্ট পাবেন রাজধানী-শতাব্দীর যাত্রীরা

দিল্লি, ৫ নভেম্বরঃ নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বা তার বেশি দেরিতে চললে এসএমএস অ্যালার্টের মাধ্যমে তা জানতে পারবেন রাজধানী ও শতাব্দীর যাত্রীরা। শুধুমাত্র ওয়েটিং লিস্ট থেকে টিকিট কনফার্ম হলে তবেই এসএমএস অ্যালার্ট পেয়ে থাকেন যাত্রীরা। তবে গতকাল থেকে এই নতুন সুবিধা চালু করেছে ভারতীয় রেল।

রেলেরমন্ত্রক সূত্রে খবর, খুব শীঘ্রই অন্য ট্রেনগুলির যাত্রীরাও এই সুবিধা পেতে চলেছেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমক(CRIS) রয়েছে এর দায়িত্বে। রুটিন এসএমএস বার্তার বাইরে গিয়ে এখন রেলওয়ের সমস্ত মেসেজকেই পরিসেবার গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করছে রেলমন্ত্রক। তাই উপর জোর দেওয়া হচ্ছে এসএমএস-এর ওপরও।

জানা গিয়েছে, যাত্রীদের এই সুবিধা পেতে হলে তাঁর মোবাইল নম্বর রিজার্ভেশন স্লিপে অবশ্যই উল্লেখ করতে হবে। এই এসএমএস পরিসেবার পুরো খরচই বহন করবে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এই পরিসেবা চালু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2j4sqMn

November 05, 2017 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top