বিমান ছাড়তে দেরি, তরুণীর রোষে কেন্দ্রীয় মন্ত্রী

ইম্ফল, ২২ নভেম্বরঃ ভিভিআইপি কালচারের জেরে বিমানের উড়ানে দেরি ৩ ঘণ্টা। ধৈর্য ধরতে না পেরে শেষে বিমানবন্দরেই কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী কেজে অলফানোসকে তেড়ে গেলেন তরুণী। ঘটনাটি মণিপুরের ইম্ফল বিমানবন্দরের। মণিপুর সফরে এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর নিরাপত্তার কারণে অন্য বিমানগুলি দেরিতে ছেড়েছে এবং বাইরে থেকে আসা বিমানগুলিও দেরিতে পৌঁছেছে। ইম্ফল থেকে যাচ্ছিলেন পেশায় চিকিত্‍সক ওই তরণী। পরিবারের কোনো অনুষ্ঠানে ঠিক সময়ে বাড়ি পৌঁছতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেসময় ইম্ফলে অবতরণ করে রাষ্ট্রপতির বিমান। ভিভিআইপি প্রোটোকলের জন্য দেরি হয় তরুণীর বিমান। তারপরেই কেন্দ্রীয় পর্যটনমন্ত্রীকে সামনে দেখতে পেয়ে তার দিকে তেড়ে যান তরুণী। এই দেরির জন্য ভিভিআইপি প্রোটোকলকেই দায়ী করেছেন তিনি। যদিও ওই তরুণীর তীব্র ক্ষোভের মধ্যেও অত্যন্ত শান্ত ভাবে প্রেশ্নের জবাব দিতে চেয়েছেন তিনি। ভাইরাল হয়ে যায় এই ভিডিও।

কেন্দ্রীয় মন্ত্রী পরে জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করার যাবতীয় কর্মকাণ্ড সবার আগে। এই নিয়ম ৭০ বছর ধরে চলে আসছে। নতুন কিছু নয়। তরুণীর অবস্থা আমি বুঝতে পারছি। তার প্রতি আমার সহানুভুতি রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hMrloT

November 22, 2017 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top