হারারে, ২০ নভেম্বরঃ জিম্বাবোয়ের পারিপার্শ্বিক অবস্থা বেশ কয়েকদিন ধরেই জটিল হয়েছে। ৩৭ বছর পর ক্ষমতাচ্যুত হতে চলেছেন প্রেসিডেন্ট মুগাবে। জল্পনা শুরু হয় দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে। যদিও সরকারিভাবে এই ঘটনার সত্যতা স্বীকার করেনি কেউ। জিম্বাবোয়ের সামরিক অধিকর্তা মেজর জেনারেল এসবি মেও নিজেও অস্বীকার করেছিলেন সেনা অভ্যুত্থানের কথা।
সেই সঙ্গে এবার তাঁকে জেএএনইউ-পিএফ দলের প্রধানের পদ থেকেও সরানো হল। তাঁর জায়গায় দায়িত্বে এলেন জিম্বাবয়ের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবর। এদিকে, এই সিদ্ধান্তে খুশির হাওয়া দেশের একটা বড় অংশের মানুষের মধ্যে।
৯৩ বছরের মুগাবের অপসারণের দাবিতে গত কয়েকমাস ধরেই চলছিল আন্দোলন। এদিকে, নিজের স্ত্রীকে পরবর্তী প্রেসিডেন্ট করার জন্য দিন কয়েক আগেই নিয়মভঙ্গের অভিযোগ তুলে নানগাগবরকে অপসারণের নির্দেশ দেন প্রেসিডেন্ট মুগাবে। যার ফলেই জোরাল হয় আন্দোলন। অন্যদিকে, এই সমগ্র ঘটনার পিছনে চিনের হাত রয়েছে বলেও মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ziWAmD
November 20, 2017 at 12:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন