বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে ভারতের অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। তারই সম্মানের আজ গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে। বলিউড কিং শাহরুখ খানের ওপরই দায়িত্ব পড়েছে ইভাঙ্কার মন জয়ের। সুযোগ কাজে লাগাতে উৎসুক শাহরুখও। হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গে রয়েছে ডিনারের আয়োজনও। ইভাঙ্কার জন্য না কি রয়েছে স্পেশ্যাল মেন্যুও। এক নজরে দেখে নিন- ১। মোরগ পেস্তা কা সালান (মোরগের সঙ্গে পেস্তা বাদামের তরকারি) ২। সীতাফল (আতাফল) কুলফি ৩। দহি কে কাবাব (দইয়ের কাবাব) ৪। গোশত সিকমপুরি কাবাব ৫। কুবানি কে মালাই কোফতা সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kcSvK5
November 30, 2017 at 12:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top