ভোলাহাটে ৫টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আইআরআইডিপি-২ ও জিআরডিআরআইডিপি প্রকল্পের ৫টি রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ৫টি রাস্তার কাজের উদ্বোধন করেন সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সিনিয়র সভাপতি ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক, আইয়ুব আলী মন্ডল, যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছাত্রলীগের সভাপতি মাহলত আশরাফুল ইসলাম।
উপজেলায় মোট ৫টি পাকা রাস্তার মধ্যে-সদর ইউনিয়নে উপজেলা ইষ্ট রোড, দীর্ঘ-২৬৯মিটার, ব্যয়-১৪ লাখ ৭৪ হাজার ৭২৭ টাকা ও চরধরমপুর থানা পরিষদ রোড, দীর্ঘ-৬৭৩মিটার, ব্যয়-৩৭.৮৪,৫২২ টাকা। ২নং গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরহাট ইউনিয়ন রোড, দীর্ঘ-৯৪৮ ও ১৬৮২মিটার, ব্যয়-৪১,১১,৫৮৬ টাকা, খালেআলম-উপজেলা রোড-ধরবান ইউএনআর-খালেআলমপুর রোড, দীর্ঘ-২৪৬৪-৩৮২৪মিটার ব্যয়-৭৪,১৬,৭৮৭ টাকা ও সদর ইউনিয়নের শিকারী মোড়-এফআরএ রোড-সুরানপুর বাজার রোড, দীর্ঘ-৫০০মিটার, ব্যয়২৬,০৫,৬৪৬ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৫-১১-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2iOKWWn

November 25, 2017 at 06:16PM
25 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top