ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭-০ গোলে জয় সবুজ-মেরুনের

কলকাতা, ১৭ নভেম্বরঃ আই লিগের শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। তার আগে শুক্রবার সকালে ভবানীপুরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭-০ গোলে প্রায় একপেশে জয় সবুজ-মেরুন ব্রিগেডের।

প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় মোহনবাগান। পরপর ৩ গোল দেন ডিপান্ডা ডিকা, কিংসলে ও আজহারউদ্দিন মল্লিক। এরপর দ্বিতীয়ার্ধে আরও ৪ গোল করে সবুজ-মেরুন ব্রিগেড। গোল করেন শিল্টন ডি’সিলভা, নরহরি শ্রেষ্ঠা, পিন্টু মাহাতো এবং পেনাল্টি থেকে নিখিল কদম। জবাবে গোল করতে পারেনি ভবানীপুর।

আইএসএল দলগুলোর মত ভবানীপুর বড় প্রতিপক্ষ না হলেও ৭ গোলে জয় নিঃসন্দেহে বড় জয়। আরও দুদিন বিশ্রামের পর সোমবার থেকে কিনওয়াকি সবুজ-মেরুন অনুশীলনে যোগ দেবেন বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। আর পাসপোর্ট সমস্যা মিটিয়ে ২১ নভেম্বর আসবেন ক্রোমা।

অন্যদিকে শিল্টন ডি’সিলভা ও আজহারউদ্দিন ২ জনেরই অল্প চোট সমস্যা আছে। এইসব নিয়েই চলছে বাগানের আই লিগ প্রস্তুতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2iqUAhr

November 17, 2017 at 05:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top