জেনিভা, ১৫ নভেম্বরঃ সুইৎজারল্যান্ডের জেনিভায় এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হীরে রেকর্ড দামে নিলাম হল। দাম উঠল প্রায় ৩৪ মিলিয়ন মার্কিন ডলার। ১৬৩.৪১ ক্যারটের নিখুঁত হীরেটি ডি কালারের। এর অর্থ, হীরেটির নিজস্ব কোনও রঙ নেই। এই ধরনের হীরে বিরল। সেই কারণেই এত দাম উঠেছে বলে জানিয়েছেন নিলাম সংস্থা।
অ্যাঙ্গোলার একটি খনি থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে পাওয়া যায় এই নিখুঁত হীরেটি। ৪০৪ ক্যারটের একটি পাথর থেকে কেটে নেওয়া হয় হীরেটি। নিউ ইয়র্কের ১০ জন বিশেষজ্ঞ পাথর থেকে হীরেটি কাটেন। এরপর সুইৎজারল্যান্ডের একটি সংস্থার কর্মীরা সেই হীরে দিয়ে একটি হার তৈরি করেন। সেই হীরে সহ হারই বিক্রি হল ৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ihFpam
November 15, 2017 at 06:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন