ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল শিশুর

মুর্শিদাবাদ, ২ নভেম্বরঃ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিন বছরের এক  শিশুর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার জোত কমল মোড়ে। এই দুর্ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় বহরা গ্রাম থেকে অটোতে করে মায়ের সঙ্গে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভরতি থাকা আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল ওই শিশুটি। পথেই ঘটে এই দুর্ঘটনা। পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় অটোতে বসে থাকা বছর তিনেকের শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় রাস্তায়। ইসমাইল শেখ নামে ওই শিশুটি রাস্তায় পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের তৎপরতায় ঘাতক গাড়িটিকে আটক করা গেলেও গাড়ি চালক পলাতক। গুরুতর আহত অবস্থায় শিশুটির মাকে উদ্ধার করে ভরতি করা হয় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তদন্ত নেমেছে পুলিশ।

সংবাদদাতাঃ মিঠুন হালদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xNCVGo

November 02, 2017 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top