কলকাতা, ২২ নভেম্বর- মেডিক্যাল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে রোগী দেখার সময়ে হাতেনাতে ধরা পড়ল এক ভুয়ো ডাক্তার। নাম মানবেন্দ্র হালদার। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানা এলাকার বরোদা গ্রামে। সোমবারই ২৬ বছর বয়সি এই ভুয়ো ডাক্তারকে বৌবাজার থানায় পুলিসের হাতে তুলে দেয় হাসপাতালের অন্যান্য ডাক্তার ও কর্মীরা। মঙ্গলবার তাকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করে পুলিস। আদালতে সরকারি কৌঁসুলি স্নেহাংশু ঘোষ ধৃতের জামিনের তীব্র বিরোধিতা করে বলেন অত্যন্ত জঘন্য ঘটনায় জড়িত ধৃত ব্যক্তি। অসুস্থরা চিকিৎসার জন্য আসেন ওই হাসপাতালে। তাঁদের প্রতারণা করেছে ওই ব্যক্তি। তদন্তের জন্য হাজতে পাঠানোর জন্য এবং তার হাতের লেখা পরীক্ষার জন্য আবেদন করছি। এদিকে ধৃত ব্যক্তির তরফে আইনজীবী দীপককুমার পাঠক বলেন, এটা সম্পূর্ণ সাজানো ঘটনা। জমজমাট ওই হাসপাতালের জরুরি বিভাগে অত মানুষের সামনে আমার মক্কেল কী করে ভুয়ো ডাক্তার সেজে চিকিৎসা করছিল? আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ধৃত মানবেন্দ্রকে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আর/১৭:১৪/২২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zsnzfy
November 22, 2017 at 11:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন