এবার ঐতিহ্যবাহী এমসি কলেজে ‘লাইলী মজনু’

নিজস্ব প্রতিবেদক:: লাইলি মজনু প্রেম জগতের একটি পরিচিত নাম। লাইলি ও মজনুর অনবদ্য প্রেম কাহিনী দিয়ে অনেকে প্রেমের গভীরতার পরখ করতে চান। যুগে যুগে তাদের প্রেম উদাহারণ হিসেবে প্রেমিক প্রেমিকারা লালন করেন। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে সেই গভীর প্রেমের ছাপ লালন করছে ‌লাইলি-মজনু নামের এক প্রজাতির গাছ।

কলেজের উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক আব্দুল খালেক’র উদ্যোগে বিদ্যাপীঠের ভাইস প্রিন্সিপালের কক্ষের সম্মুখে গাছটি রোপন করা হয়েছে।

‘গাছটি দেখতে অসম্ভব সুন্দর ও আকর্ষণীয়। দেখতে তেমন বড় না হলেও গাছের মধ্যে রয়েছে অসংখ্য পাতা। পাতার উপরিভাগে রয়েছে কড়া সবুজ ও নিচের অংশে রয়েছে রক্তবর্ণের মতো লাল। এই গাছ সম্পর্কে জনসাধারণের ধারণা কম। তবে, উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীরা গাছটি সম্পর্কে ভাল জ্ঞান রাখেন। তাই গাছটি নিয়ে তাদের আগ্রহটাও অনেক বেশী।

লাইলি- মজনু গাছ সম্পর্কে জানা গেছে, এর নাম Chines croton, jungle fire plant. বৈজ্ঞানিক নাম excoecaria cochinchinensis। এটি Euphorbiaceae গোত্রের বৃক্ষ।

কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল খালেক জানান, গাছটি দুষ্প্রাপ্য। শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় ও গবেষণা, সংরক্ষণ ও কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি রোপণ করা হয়েছে।

‘লাইলী মজনু’ নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, এই গাছের পাতার ওপরের অংশ সবুজ এবং নিচের অংশ লাল। সবুজ ও লাল অংশ ঠিক যেন ছায়ার মতো; এটিকে আমরা বন্ধন বলি। বন্ধন বা প্রেমের প্রতীক হিসেবে লাইলী মজনুর কথা বলা হয়। এ জন্য এর নামকরণ করা হয়েছে‘ লাইলি-মজনু’।

কলেজে বেড়াতে আসা আশিক রহমান বলেন, শুধুমাত্র চিন্তাশীল মেধাবীরাই নিখাদ ভালবাসার প্রতীক হিসেবে গাছটিকে চিহ্নিত করতে পারেন সহজেই’। আশিকের মতো আরো অনেকেই প্রতিদিন গাছটি দেখতে কলেজ ক্যাম্পাসে আসেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, এমসি কলেজে ‘লাইলি-মজনু’ নামের গাছটির কথা বন্ধুদের কাছে শুনেছি। দেখার প্রবল ইচ্ছা ছিল, তাই গাছটি দেখতে এখানে আসা। গাছের পাতার এপিঠ-ওপিঠে দুই রং আমার হৃদয় ছুঁয়ে গেছে। এক পাতায় দুই রং সত্যি অসাধারণ।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের সাথে কথা বলে জানা গেছে, এ প্রজাতির গাছ এখন বিলুপ্তির পথে । একই পাতায় দুই রংয়ের সংমিশ্রণ নিবিড় এক সর্ম্পকের প্রতিচ্ছবি ফুটে উঠে এই গাছে। প্রেমের এমন প্রতীক বিশ্বের মধ্যে দুষ্প্রাপ্য হলেও আশ্চর্য্যজনকভাবে সিলেটের প্রাচীন বিদ্যাপীঠ এমসি কলেজে রয়েছে এমন একটি বিপন্নপ্রায় গাছ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BlXXOP

November 25, 2017 at 07:06PM
25 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top