নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সদর বাজারের পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মান করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে পৌরশহরের পুরোনো কাঁঠবাজারের পাবলিক টয়লেট দখল করে ছাত্রলীগের কয়েকজন স্থাপনা নির্মান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয় গংদের নেতৃত্বে এ স্থাপনা নির্মান করা হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।
সরজমিনে দেখা যায়, টয়লেটের সামনের জায়গায় বাঁশের খুঁটি স্থাপন করে ওপরে টিন দিয়ে একটি স্থাপনা নির্মান করা হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে কয়েক বছর পূর্বে পুরান কাঁঠবাজারের ব্যবসায়ীদের সুবিদার্থে পাকা টয়লেট নির্মাণ করা হয়। সেই থেকে ব্যবসায়ীরা এটি ব্যবহার করে আসছেন। বুধবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা ওই অবৈধ স্থাপনা নির্মান দেখতে পান।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, রাতের আধাঁরে টয়লেট দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মান করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে ব্যবসায়ীদের পক্ষে।
অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ জানান, টয়লেট দখলের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি খুবই নিন্দনীয় ঘটনা।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, দখলের বিষয়টি শুনেছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yLb8Lh
November 10, 2017 at 12:24AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন