সুরমা টাইমস ডেস্ক:: নভেম্বর মাস। দেশের অন্য জেলাগুলোর মতো ঢাকাতেও শীত আসি আসি করছে। সন্ধ্যার পর থেকেই শিশির পড়তে শুরু করে দেয়। সিলেটে প্রথম ম্যাচে শিশিরের কারণে বেশ সমস্যা হয়েছিল রাজশাহী কিংসের। এ ছাড়া ম্যাচ শেষ হতে হতে প্রায় রাত ১১টা বেজে যাচ্ছে। ঘরমুখী দর্শকরা বিড়ম্বনায় পড়ছেন। সার্বিক দিক বিবেচনা করে দিনের খেলার সময়সূচি পরিবর্তন করেছে বিপিএল কর্তৃপক্ষ।
সিলেট-পর্ব শেষে আগামী ১১ই নভেম্বর থেকে ঢাকা-পর্ব শুরু হচ্ছে। এখন থেকে দুপুরের ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। আর রাতের ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। শুক্রবারের ম্যাচগুলো হবে ২টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায়।
সময়সূচি পরিবর্তনের ব্যাখা দিতে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘সন্ধ্যায় অনেক বেশি শিশির পড়ছে। দ্বিতীয় ম্যাচে বোলিং করা দলগুলোর সমস্যা হচ্ছে। এ ছাড়া পরদিন মাঠ প্রস্তুত করার জন্য কিউরেটর-মাঠকর্মীদেরও খানিকটা সময় দেওয়া দরকার। তাই সবদিক বিবেচনা করে খেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y348Fa
November 06, 2017 at 12:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন