নিজস্ব প্রতিবেদক ● ৪০০ মেগাওয়াটের তেলচালিত তিনটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি সই করেছে সরকার। বাংলাট্রাক ও অ্যাকর্ন গ্রুপ ডিজেল ও ফার্নেস অয়েলচালিত এ তিনটি কেন্দ্র স্থাপন করবে। গত বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন ও বিদ্যুৎ ক্রয়সংক্রান্ত চুক্তি সই সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাংলাট্রাক ও অ্যাকর্ন গ্রুপ একই মালিকানাভুক্ত প্রতিষ্ঠান।
আগামী গ্রীষ্মের চাহিদা মেটাতে প্রায় দুই হাজার মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদনের যে উদ্যোগ সরকার নিয়েছে, এই তিন কেন্দ্র তারই অংশ। এ প্রকল্পগুলোর কাজ দরপত্র ছাড়াই সমঝোতার মাধ্যমে বেসরকারি উদ্যোক্তাদের দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে দুটি নির্মাণ করবে বাংলাট্রাক পাওয়ার লিমিটেড। বাংলাট্রাক কুমিল্লার দাউদকান্দিতে ২০০ মেগাওয়াট এবং যশোরের নওয়াপাড়ায় ১০০ মেগাওয়াটের কেন্দ্র স্থাপন করবে। পাঁচ বছর মেয়াদি চুক্তির এ কেন্দ্র দুটিই ডিজেলে চলবে। দুটি কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ২৫ দশমিক ৪১৭ সেন্টে (দেশীয় মুদ্রায় ২০ টাকা ৩৩ পয়সা) কিনবে পিডিবি।
কেন্দ্রগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে উৎপাদনে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
অ্যাকর্ন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস লিমিটেড চট্টগ্রামের কর্ণফুলীর জুলদায় একটি ১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। কেন্দ্রটি ফার্নেস অয়েল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে। কেন্দ্রটি আগামী বছর ৯ মে বাণিজ্যিক উৎপাদনে আসবে। এখান থেকে পিডিবি ১৫ বছর ধরে প্রতি ইউনিট পিডিবি বিদ্যুৎ কিনবে ১০ দশমিক ৫০ সেন্ট, দেশীয় মুদ্রায় যার পরিমাণ আট টাকা ৪০ পয়সা।
এ কোম্পানিটি বর্তমানে জুলদায় ফার্নেস অয়েলচালিত একটি বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করছে।
চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎসচিব ড. আহমেদ কায়কাউস বলেন, এবার গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। গ্রাহক বিদ্যুৎ নিয়ে অসন্তোষে ছিলেন। দুটি কারণে এ সমস্যায় পড়তে হয়েছে। জনগণের জীবনমানের উন্নতির কারণে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। আর বিদ্যুতের চাহিদা সরকারের প্রাক্কলনকে ছাড়িয়ে গেছে। তাই আগামী গ্রীষ্ম ও সেচ মৌসুমের কথা মাথায় রেখে তেলচালিত দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। দ্রুত উৎপাদনে আনতে সমঝোতার মাধ্যমে এ প্রকল্পগুলোর কাজ দেওয়া হয়েছে।
মাত্র ২৬ দিনে প্রস্তাব প্রণয়ন থেকে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। এজন্য বিদ্যুৎ বিভাগ ও পিডিবির কর্মীরা দিনরাত কাজ করছেন। দ্রুত করা হলেও যোগ্য উদ্যোক্তাদের কাজ দেওয়া হয়েছে বলে দাবি করেন বিদ্যুৎসচিব। তিনি বলেন, উদ্যোক্তা বাছাইয়ের ক্ষেত্রে তিন যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। অভিজ্ঞতা রয়েছে এবং দ্রুত অর্থ সংগ্রহ করতে পারবে এমন উদ্যোক্তাদের বেছে নেওয়া হয়েছে। সচিব বলেন, এসব প্রকল্প দ্রুত উৎপাদনে এলে আগামী গ্রীষ্মে বিদ্যুতের সমস্যা থাকবে না। বিদ্যুৎ নিয়ে গ্রাহক অসন্তোষ দূর হবে।
অ্যার্কন এবং বাংলাট্রাকের ব্যবস্থাপনা পরিচালক তারিক ইকরামুল হক এবং পিডিবির পক্ষে প্রতিষ্ঠানের সচিব মীনা মাসুদউজ্জামান ক্রয়চুক্তিতে সই করেন। বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়ন চুক্তিতে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব শেখ ফয়েজুল আমীন এবং পিজিসিবির সচিব আশরাফ হোসেন এবং তারিক ইকরামুল হক সই করেন। এ সময় পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
The post কুমিল্লায় হচ্ছে ২০০ মেগাওয়াট তেলচালিত বিদ্যুৎকেন্দ্র appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2z9HRXN
November 03, 2017 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন