বড়লেখায় একজনের পরীক্ষার হলে দায়িত্বে ১৬ জন

নিজস্ব প্রতিনিধি:: বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে শনিবার মাত্র একজন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষা দিয়েছে। যদিও এ কেন্দ্রের পরীক্ষার্থী সংখ্যা ৭৮২।

পরীক্ষার্থী নাজমুলের পরীক্ষা নিতে কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হলসুপার, কক্ষ পরিদর্শকসহ ১৬ জনকে দায়িত্ব পালন করতে হয়েছে। কেন্দ্রের আশপাশে যথারীতি বহাল ছিল ১৪৪ ধারা। একটিমাত্র উত্তরপত্র পুলিশ প্রটেকশনে নিয়ে যাওয়া হয় থানায়।

জানা গেছে, শনিবার জেএসসির কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী নাজমুল হক গত বছর পরীক্ষা ড্রপ দেয়। কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় নাজমুলের ঐচ্ছিক ছিল। এবার সে পরীক্ষায় অংশগ্রহণ করায় একাই তার পরীক্ষা নিতে হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hmQKVH

November 12, 2017 at 10:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top