সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছ নাকি। বারী সিদ্দিকীর সোয়া চাঁন পাখি গানটির অর্থ জানলে হয়তো আপনিও কাঁদবেন । বাঙ্গালী গান ভক্ত মানুষের হৃদয় নাড়িয়ে দেওয়া সদ্য প্রয়াত শিল্পি বারী সিদ্দিকীর একটি কালজয়ী গান। কিন্তু এই গানটির পেছনে রয়েছে হৃদয় বিধারক এক ঘটনা। গানটির আসল শিল্পি বাউল উকিল মুন্সি। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। এতটাই ভালোবাসতেন যে, তার স্ত্রী যদি তাকে গান গাইতে যেতে বলতেন কিংবা কোথাও যেতে না করতেন তিনি যেতেন না। আগের দিনে বাউলরা এক এলাকা থেকে আরেক এলাকায় গানের জন্য যেত। তো এমনি এক সময় উকিল মুন্সির একটা দাওয়াত আসল গান গাওয়ার জন্য। তবে জায়গাটা অনেক দূর। যেতে একদিন লাগে। মুন্সির স্ত্রী তখন খুব অসুস্থ। বাঁচবে কি মরবে তার ঠিক নেই। তবে তার স্ত্রী তাকে বলল, তুমি যাও গান গাইতে। তবে একটা অনুরোধ। আমি মরার খবর যদি পাও, দেরী না করে তারাতারি চলে এসো। উকিল মুন্সি স্ত্রীর কাছে বিদায় নিয়ে গান গাইতে গেলেন। পরের দিনই তার স্ত্রী মারা গেল। আর খবর নিয়ে একজন গেলউকিল মুন্সির কাছে। যেহেতু যেতে একদিন এবং আসতে আরেকদিন সময় লাগবে, তাই গ্রামবাসী সিদ্ধান্ত নিল অপেক্ষা না করে কবর দিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। পরে উকিল মুন্সি এসে দেখেন বাড়ির পাসেই স্ত্রীর কবর। শেষ দেখাটাও দেখতে পারেনি তিনি তার এত ভালোবাসার মানুষটিকে। তখন কবরের পাশেই বসে বসে গেয়েছিলেন - সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছ নাকি। সূত্র: এমটিনিউজ২৪ আর/০৭:১৪/২৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hU0lnn
November 27, 2017 at 02:52PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন