শিবগঞ্জ সীমান্তে খাটের নিচ থেকে ৯ আগ্নেয়াস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামো-চাকপাড়া সীমান্তে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮টি রিভলবার ও ১ টি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাতে নামোচাকপাড়া গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় আটটি রিভলবার ও একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল মান্নান ও তার ছেলে সাদিকুল ইসলাম পালিয়ে যান।
তিনি আরো জানান, নদীর কারণে কাঁটাতারের বেড়া না থাকায় চাকপাড়া সীমান্তকে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে বেছে নিচ্ছে চোরাচালানীরা।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামালা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-১১-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2AhD6ft

November 28, 2017 at 10:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top