৫০০ ও ১০০০ টাকার নোট কাজে লাগবে দক্ষিণ আফ্রিকার

নয়াদিল্লি, ৯ নভেম্বরঃ নোটবাতিলের ১ বছর পূর্ণ হল। সেই নোটবাতিলের পরে বিভিন্ন ব্যাংকের অজস্র শাখায় জমা হয়েছে রাশি রাশি বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট। সেই নোট এবার কাজে লাগছে দক্ষিণ আফ্রিকার ভোটে।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় সাধারণ নির্বাচন। ভোটের প্রচারের জন্য দরকার প্রচুর পরিমাণে কার্ডবোর্ডের প্ল্যাকার্ড ও হোর্ডিং। এই কাজে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চুক্তি করেছে ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউড নামে কেরলের এক সংস্থার সঙ্গে। বাতিল নোটগুলিকে দিয়ে বানানো হবে প্ল্যাকার্ড ও হোর্ডিং। ওয়েস্টার্ন ইন্ডিয়া প্লাইউডের কর্তা টি এম ভাবা জানিয়েছেন, ‘নোটবাতিলের পরে সেগুলো পুড়িয়ে ফেলা যেতো। কিন্তু তাতে দূষণ ছড়াতো। তাই এই বিকল্প রাস্তা ভাবা হয়েছে। আমরা মোট ৭৫০ টন পুরনো নোট পেয়েছিলাম। ৫০টি ট্রেলরে আনা হয়েছিল সেই নোট। বাতিল নোট কেনা হয়েছিল ১২৮ টাকা দরে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zw0is1

November 09, 2017 at 05:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top