ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে গেলো গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন নেইমার। যোগদানের পর থেকেই দলের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন তিনি। তবে শোনা যাচ্ছে, দুর্দান্ত পারফরম করলেও নাকি দলের সতীর্থদের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। এমনকি কোচের সঙ্গেও তিক্ততার সৃষ্টি হয়েছে। এতে ব্রাজিল ফরোয়ার্ড পিএসজি ছেড়ে দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। এবার তা-ই কাল হয়ে দাঁড়ালো নেইমারের জন্য। পিএসজি ভক্ত-সমর্থকদের জ্বালাজ্বালিতে নাকাল হয়ে প্যারিসের বিলাসবহুল বাড়িটিই নাকি ছেড়ে দিয়েছেন তিনি। গেলো আগস্টে বার্সা ছেড়ে পিএসজিতে ভেড়েন নেইমার। ওই সময় ক্লাবের পক্ষ থেকে তাকে প্যারিসের বোউগিভালে পাঁচতলার বিলাসবহুল বাড়ি দেয়া হয়। কি ছিল না ওই বাড়িতে? ছিল টলটলে স্রোতধারার পুল, বাইরের সৌন্দর্য অবলোকন করার জন্য ব্যালকনি এবং ৫ হাজার বর্গ মিটারের সবুজ গাছপালা আচ্ছাদিত বাগান। প্যারিস ভক্তদের পীড়নে স্বর্গতুল্য সেই বাড়িটিই ছাড়তে বাধ্য হলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। ফ্রান্স সংবাদমাধ্য লা পারিসিয়ান জানাচ্ছে, নেইমারের পিএসজি ছাড়ার খবর চাউর হওয়ার পর থেকেই তার অট্টালিকার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করছেন ভক্ত-সমর্থকরা। নানা জিনিস ভাঙচুর করছেন। গাছপালা কেটে ফেলছেন। ব্যয়বহুল সম্পদের ক্ষয়ক্ষতি সাধন করছেন। এমনকি অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরাও ভুয়া খবর শুনে বাড়িতে এসে বিরক্ত করছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন নেইমার। অবশেষে বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। সতীর্থদের সঙ্গে বনিবনা হচ্ছে না। এমন খবর চাউর হলেও লা পারিসিয়ানের প্রতিবেদনে ফুটে উঠেছে ভিন্ন সুর। তাদের পরামর্শেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। সম্প্রতি পিএসজি কোচ উনাই এমেরি জানান, প্যারিসেই থাকছেন নেইমার। আমরা তার সঙ্গে কথা বলেছি। আপাতত ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/১৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jBwPH2
November 19, 2017 at 12:42AM
18 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top