মিস ওয়ার্ল্ড মানুষী সালমানের নায়িকা হচ্ছেন


সুরমা টাইমস ডেস্ক:: মানুষী চিল্লার। সম্প্রতি ভারতের এই সুন্দরী জয় করেছেন মিস ওয়ার্ল্ডের খেতাব। আর বিশ্ব সুন্দরীর মুকুট জয়ের পরই তাকে নিয়ে বলিউডে শুরু হয়েছে হিসেব কষা। ইতোমধ্যেই তার কাছে আসা শুরু করেছে চলচ্চিত্রের অফার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মানুষীকে নিজের ছবিতে ব্রেক দিতে চান বলিউডের সুলতান খ্যাত সালমান খান। সালমান নাকি মানুষীকে এসকেফ প্রোডাকশনে তাঁর আগামী ছবিতে মুখ্য ভূমিকায় নিতে প্রস্তুত। সেই কাজের প্রক্রিয়াও নাকি শুরু হয়ে গেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা।

এর আগে ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, জেরিন খানের মতো অভিনেত্রীদের অভিষেক করিয়েছেন সালমান। সেই তালিকায় এখন মানুষীর নাম আসছে। অবশ্য এক সাক্ষাৎকারে মানুষী জানিয়েছিলেন, তিনি আমির খানের সঙ্গে ছবি করতে চান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zRy8c2

November 30, 2017 at 03:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top