অবশেষে কাল হচ্ছে হায়দরাবাদ মেট্রো রেলের যাত্রা শুরু

হায়দরাবাদ, ২৭ নভেম্বরঃ অবশেষে হায়দরাবাদ মেট্রো রেলের যাত্রা শুরু হচ্ছে আগামীকাল। পরিষেবার শুভ সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে। মিয়াপুর থেকে নাগোল পর্যন্ত ৩০ কিলোমিটার পথে চলবে হায়দরাবাদ মেট্রো। এই মেট্রোপথে থাকবে ২৪ টি স্টেশন। কাল দুপুর ২টো ১৫ নাগাদ মিয়াপুর স্টেশন থেকে মেট্রোর যাত্রার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

তেলাঙ্গানার তথ্যপ্রযুক্তি মন্ত্রী কে টি রামা রাও জানিয়েছেন, দ্বিতীয় দফার মেট্রো প্রকল্পের কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার। আগামী বছরের মধ্যে পুরো প্রকল্পটিই পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

হায়দরাবাদ মেট্রো রেল প্রকল্প শুরু হয়েছিল ২০১২ সালে। চলতি বছরের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ এবং অন্যান্য কিছু বিষয়ের জন্য তা দেরি হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i9Hqc5

November 27, 2017 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top