কুম্ভমেলায় হামলার ছক, অডিও টেপে হুমকি আইএসের

নয়াদিল্লি, ১৫ নভেম্বরঃ ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস ফের একবার বড় হামলার ছক কষছে। মালায়ালাম ভাষাতে ১০ মিনিটের একটি অডিও টেপে জানা গিয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে লাস ভেগাস ধাচের ‘লোন উলফ অ্যাটাক’ করা হবে।

পুরুষ কন্ঠের সেই অডিও টেপটিতে হুমকি দেওয়া হয়েছে, কুম্ভমেলা বা ত্রিশূরপুরমের মতো জমায়েতে হামলা চালানো হতে পারে। লাস ভেগাসে যেমন ভিড়ে ঠাসা এলাকায় হামলা হয়েছে, তেমন ভাবেই ভারতে কুম্ভ মেলা, কেরলের খিসার পুরমের মতো অনুষ্ঠানে হামলা চালাবে আইএস জঙ্গিরা।

ওই ক্লিপে বলা হয়েছে, ‘তোমরা তোমাদের বুদ্ধি ব্যবহার করো। খবারের বিষ মিশিয়ে হত্যা করো। ট্র্যাক ব্যবহার করো। ত্রিশূরপুরম বা কুম্ভমেলার মতো জমায়েতে হামলা চালাও। আইএস মুজাহিদিনরা এই ধরনের হামলা দুনিয়ার বিভিন্ন জায়গায় করেছে। লাস ভেগাস কনসার্টে আমাদের লোকেরাই হামলা চালিয়েছিল। ন্যূনতম কোনও ট্রেনকে লাইনচ্যূত করতে পারো, কিংবা শুধু ছুরি নিয়েও হামলা চালাতে পারো।’

পুলিশ জানিয়েছ, আফগানিস্থান থেকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ওই অডিও ক্লিপটি প্রচার করা হয়েছে। ক্লিপের পুরুষ কণ্ঠটি সম্ভবত কেরলের কাসরগড়ের আইএস নেতা রশিদ আবদুল্লার। কেরল থেকে আইএসে যোগ দিতে আফগানিস্তানে গিয়েছিল। তার বিরুদ্ধে ভারতে মামলা তো রয়েইছে, ইন্টারপোলের রেড কর্নার নোটিশও রয়েছে এই সন্ত্রাসবাদীর নামে।

অডিও টেপটি সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি ভি বালাচন্দ্রন জানিয়েছেন, অত্যন্ত উদ্বেগজনক বিষয় এটি। মধ্যপ্রাচ্য ও ইউরোপের প্রবণতা ভারতেও চালান করতে চাইছে আইএস। কেরল পুলিশ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ একাধিক স্যোশাল নেটওয়ার্কিং সাইট থেকে অন্তত ৩০০টি ভিডিও ক্লিপ সংগ্রহ করেছে। তা খতিয়ে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zZj4sy

November 15, 2017 at 01:16PM
15 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top