নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি ও বাঙ্গালি জাতির পিতা। ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাঁর এই ঐতিহাসিক ভাষণে উজ্জিবিত হয়ে মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন। আজ দীর্ঘদিন পর হলেও ইউনেস্ক ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি দেয়ায় সারা দেশের ন্যায় সিলেটেও আনন্দ শোভাযাত্রা করেছে সিলেটের জেলা প্রশাসন।
আজ শনিবার(২৫শে নভেম্বর) শোভাযাত্রা উপলক্ষে পুরো নগরী যেন এক রেসকোর্স ময়দানে পরিনত হয়েছিল। সকাল থেকেই বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান জড়ো হতে থাকে সিলেট রেজিস্টারী ময়দানে।
আননন্দ শোভা যাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, সিলেট অনলাইন প্রেসক্লাব, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর ও সর্বস্থরের মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে শহীদ মিনারে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এসএমপির উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার ভবতোষ রায় ভর্মন প্রমূখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zleZuN
November 25, 2017 at 06:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.