নতুন সাজে স্বর্ণ রাজধানী-শতাব্দী

নয়াদিল্লি, ৬ নভেম্বরঃ স্বর্ণ প্রকল্পের অধীনে নতুন সাজে সাজতে চলেছে ৩০টি রাজধানী ও শতাব্দী এক্সপ্রেস। মোট ২৫ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে ১৫টি রাজধানী ও ১৫টি শতাব্দী এক্সপ্রেসকে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রেনের মর্যাদা দিতে চলেছে ভারতীয় রেল। সৌন্দর্য, স্বচ্ছ্বতা ও মনোরঞ্জনের ওপরই মূলত জোর দেওয়া হয়েছে।

দিল্লি-কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেস দিয়েই এই প্রকল্পের সূচনা করা হল। সুরেশ প্রভু রেলমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্পের প্রস্তাব করা হয়েছিল। নতুন সাজে সজ্জিত এই ট্রেনগুলির নামের আগে যোগ হবে স্বর্ণ বা গোল্ড স্ট্যান্ডার্ড কথাটি।

ট্রেনগুলিতে থাকবে, কেটারিং ট্রলি সার্ভিস, সফরকালে যাত্রীদের মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা, প্রতিটি কোচে সিসিটিভি ও বাড়তি আরপিএফ, অন্ধকারে যাত্রীদের চলাফেরার সুবিধার্থে ফ্লুওরেসেন্ট স্ট্রাইপ, শৌচালয়ে থাকবে অটোক্লিনিং এবং ডাস্টবিন, থাকবে স্বয়ংক্রিয় দরজা, কোচগুলিতে থাকবে অটোমেটেড হাইজিন এবং অন বোর্ড ওয়াইফাই হটস্পটের মাধ্যমে থাকবে এইচডি বিনোদনের সুযোগ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2izffiO

November 06, 2017 at 05:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top