আজ থেকে সস্তা হচ্ছে রেস্তরাঁয় খাওয়া

নয়াদিল্লি, ১৫ নভেম্বরঃ খাদ্যরসিকদের মন ভালো হবে আজ থেকে। রেস্তরাঁয় খাওয়ার খরচ অনেকটাই কমছে। এদিন থেকেই তা কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জিএসটি লাগু হওয়ার পর এসি রেস্তরাঁয় ১৮ শতাংশ আর নন এসি রেস্তরাঁয় ১২ শতাংশ হারে জিএসটি দিতে হচ্ছিল খাদ্যরসিকদের। এবার সব রেস্তরাঁতেই ৫ শতাংশ জিএসটি দিতে হবে। তাছাড়া যেসব হোটেলের দৈনিক ঘরভাড়া সাড়ে সাত হাজার টাকার কম তারাও মাত্র ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে। যেসব হোটেলে দৈনিক ঘরভাড়া সাড়ে সাত হাজার টাকার বেশি তারা ১৮ শতাংশ হারে জিএসটি দিলেও ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা পাবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zFKTFu

November 15, 2017 at 10:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top