সুরমা টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্য চর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি গতকাল সোমবার (২৭ নভেম্বর) রাত থেকে ঘিরে রেখেছে র্যাব। ওই বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান- ওই বাড়ির মালিক রাশিকুল ইসলাম, তাঁর স্ত্রী নাজমা বেগম ও শ্বশুর মো. খুরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
বাড়িটিতে কাজ করছে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। র্যাব বলছে, ‘জঙ্গি আস্তানাটির’ আশপাশে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে কোনো বাড়িঘর নেই। এই চরে অতিথি পাখির ছবি তুলবে বলে কয়েক মাস আগে দুজন ব্যক্তি বাড়িটি ভাড়া নেন।
র্যাবের রাজশাহী সদর কোম্পানির অধিনায়ক আশরাফুল আলমের ভাষ্য, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাড়িটি তাঁরা ঘিরে ফেলেন। ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করার জন্য র্যাব মাইকে আহ্বান জানায়। কিন্তু ‘জঙ্গিরা’ ভেতর থেকে বিস্ফোরণ ঘটান। বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zw6RaZ
November 28, 2017 at 12:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন