শীর্ষে স্থান পেলেন নাদাল, ২ নম্বরে ফেডেরার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ চোট-আঘাতের ধাক্কা সামলে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটেছে তাঁর। চলতি বছরে এসেছে ২ টি গ্র্যান্ড স্ল্যাম ট্রফিও। কিন্তু এত করেও অল্পের জন্য ক্রমতালিকার এক নম্বর স্থানটি পাওয়া হয়নি। তার জন্য অবশ্য কোনও আফসোস নেই রজার ফেডেরারের। বরং তিনি স্বীকার করে নিচ্ছেন, নাদাল এ বছর অনেক ভাল খেলেছেন।

প্যারিস মাস্টার্স থেকে ফেডেরার নিজেকে সরিয়ে নেওয়ার পরেই ক্রমতালিকায় ১ নম্বর যায়গাটি নিশ্চিত হয়ে যায় নাদালের। বিশ্বের ২ নম্বর ফেডেরার যদি প্যারিস মাস্টার্সে খেলতেন এবং জিততেন, তা হলে ১ নম্বর হওয়ার দৌড়টা জমে উঠত বছরের শেষে চলতি এটিপি ফাইনালসে। কিন্তু ফেডেরার প্যারিসে না যাওয়ায় সেই দৌড়ের ফয়সালা আগেই হয়ে যায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mo31ie

November 14, 2017 at 03:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top