কলকাতা, ২০ নভেম্বরঃ ইডেনে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে পঞ্চম দিন সকালে নজির গড়লেন চেতেশ্বর পূজারা। ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি একটি টেস্টের ৫ দিনই ব্যাট করলেন। এর আগে ভারতীয়দের মধ্যে এই নজির ছিল এম এল জয়সীমা ও রবি শাস্ত্রীর। ঘটনাচক্রে তাঁরাও ইডেন টেস্টেই ৫ দিন কোনও না কোনও সময় ব্যাট করেছিলেন।
বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের প্রথম দিন প্রথম বলেই লোকেশ রাহুল আউট হওয়ার পর ব্যাট করতে নামেন পূজারা। বৃষ্টির জন্য প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও অল্প সময়ই খেলা হয়। পূজারা তৃতীয় দিন পর্যন্ত অপরাজিত ছিলেন। চতুর্থ দিন ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেনার শিখর ধাওয়ান আউট হওয়ার পর ব্যাট করতে নামেন পূজারা। গতকাল অপরাজিত থাকার পর আজ সকালে ব্যাট করতে নেমে ২২ রানে আউট হন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AeDo9C
November 20, 2017 at 01:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন