নয়াদিল্লি, ২২ নভেম্বরঃ ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হল। ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০এমকেআই যুদ্ধ জেট বিমান থেকে উৎক্ষেপণ হয়েছিল মিসাইলটি। টেস্ট ফায়ারের সময় মিসাইলের গ্র্যাভিটি একবার পড়ে গেলেও এর ইঞ্জিন দ্বিগুণ শক্তিতে চলতে শুরু করে বঙ্গোপসাগরের কোনও এক জায়গায় নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে। বায়ুসেনা সূত্রে খবর, এসইউ-৩০ এমকেআই থেকে ব্রহ্মোস এয়ার লঞ্চড ক্রুজ মিসাইলের প্রথম সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের ফলে বায়ুসেনার আকাশে অভিযানের শক্তি আরও জোরদার হবে। আজ ইতিহাস তৈরি করল ব্রহ্মোস।
এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের তকমা পেয়েছে। প্রায় ২৯০ কিমি দূরত্ব পর্যন্ত টার্গেট আঘাত করতে পারে ব্রহ্মোস। শব্দের গতির চেয়েও তিনগুণ দ্রুত ছুটে যায় এই মিসাইল।
ডিআরডিও বিজ্ঞানীদের ও ‘টিম ব্রহ্মোস’-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BfNhBc
November 22, 2017 at 08:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন