কুমিল্লার বার্তা ডেস্ক ● সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে দেশটির ১১ জন প্রিন্স এবং ১৪ জন সাবেক ও বর্তমান মন্ত্রীকে আটক করা হয়েছে। হঠাৎ করে এসব আটকের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে, ডালপালা মেলতে শুরু করেছে নানা গুঞ্জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, প্রিন্স ও মন্ত্রীদের আটকের নেপথ্যে রয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা বৃদ্ধির কৌশল। এদিকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর দেশটির শেয়ার বাজারে ধস নেমেছে।
৪ নভেম্বর শনিবার সৌদি আরবের রাজপরিবার থেকে জারি করা ফরমানে বলা হয়, মাতৃভূমির অস্তিত্ব টিকিয়ে রাখতে দুর্নীতির মূল উৎপাটন এবং দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। এরপরই ১১ জন রাজপুত্র ও ৪ জন বর্তমান ও ১০ জন সাবেক মন্ত্রীকে আটকের কথা জানা যায়। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির সব ব্যক্তিগত বিমান জেদ্দা বিমানবন্দরে নজরদারিতে রেখেছেন। বিমান চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, এসব বিমানে করে কেউ যাতে পালাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আটককৃতদের মধ্যে দুইজনের বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। তারা হলেন দেশটির সবচেয়ে পরিচিত ব্যবসায়ী প্রিন্স আলওয়ালিদ বিন তালাত এবং সাবেক অর্থমন্ত্রী ইব্রাহীম আল আসাফ।
আলওয়ালিদ বিন তালাত সৌদি আরবের নির্মাণ ব্যবসায় পরিচিত মুখ। কিংডম হোল্ডিং ৪২৮০ নামে তার প্রতিষ্ঠান রয়েছে। রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশন, মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাদের শেয়ার রয়েছে। তালাতের আটকের বিষয়ে কিংডম হোল্ডিংয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত শনিবার সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ তার ছেলে ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে নতুন দুর্নীতিবিরোধী কমিটি গঠন করেছেন। ওই কমিটিকে যেকোনো ব্যক্তিকে গ্রেফতার এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা দেওয়া হয়েছে।
সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির অর্থনৈতিক পুনর্গঠনে এক বিপুল পরিকল্পনার কথা জানিয়েছেন। মধ্যপন্থী ইসলামের পথে দেশকে ফিরিয়ে নিয়ে অর্থনৈতিক জাগরণ ঘটাতে চান তিনি। সব ধর্মের জন্য সৌদি আরবকে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।
দুর্নীতি বিরোধী আটক অভিযানের পর পরিবর্তন আনা হয়েছে সৌদি আরবের সরকারেও। নতুন দুই মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন সৌদি রাজা। প্রিন্স মিতাব বিন আবদুল্লাহকে করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বিষয়ক মন্ত্রী। অর্থমন্ত্রী আদেল ফাকিয়েহকে সরিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে তার ডেপুটি মোহাম্মদ আল তুয়াইজরিকে।
এদিকে সৌদি আরবের সরকারের এই অস্থিরতার প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারে। রোববার লেনদেন শুরুর ২৫ মিনিট পরই সৌদি শেয়ার মার্কেটের সূচক নেমে যায় এক শতাংশ। সর্বোচ্চ দর হারানোর তালিকার শীর্ষে রয়েছে কিংডম হোল্ডিং।
The post সৌদি প্রিন্স ও মন্ত্রীদের আটকের নেপথ্যের তথ্য ফাঁস appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2AkOMgV
November 05, 2017 at 11:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন