শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটি গঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এক বৈঠকের মধ্যদিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটি গঠিত হয়।
নিজ ক্ষমতাবলে আইআইসিটি এর ডিরেক্টর অধ্যাপক ড. শহীদুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। এতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক আসিফ মো. সামির। কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি বদরুদ্দোজা আহমেদ ফাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসান সাজলি, সাংগঠনিক সম্পাদক কৌশিক সরকার সীমান্ত, ইভেন্ট সম্বন্বয়ক মারুফ ও খেলাধুলা সম্বন্বয়ক দীপ্ত মন্ডল।
এছাড়া দুটি সদস্য পদে রয়েছেন মাসুম মল্লিক ও কাজী তুশিতা তাহসি।
উল্লেখ্য, গতবছর থেকে শাবিতে আইআইসিটি এর অধীনে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়। এবছর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ভর্তি হবে কোর্সটিতে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zuQpM8
November 23, 2017 at 02:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.