সাবিনা ইয়াসমিনের গানে ঠোঁট মেলালেন শেখ হাসিনা

‘শেখ কামাল আমার বন্ধু ছিলেন আর সুলতানা কামাল ছিলেন বান্ধবী। ওই বাড়িতে গেলে বঙ্গবন্ধু তার প্রিয় দুটি লাইন গাইতে বলতেন। তাছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও বহুবার তার প্রিয় গানটি গেয়েছি।’

এ কথা বলেই প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন সুরেলা কণ্ঠে গেয়ে উঠলেন, ‘জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আনন্দ সমাবেশে বিকেল সাড়ে ৪টায় গান গাইতে ওঠে সাবিনা ইয়াসমিন বঙ্গবন্ধুকে নিয়ে এভাবে স্মৃতিচারণ করেন।

এ সময় মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গালে হাত দিয়ে ক্ষণিকের জন্য আনমনা হয়ে পড়েন। তিনি সাবিনা ইয়াসমিনের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে গানটি গুনগুন করে গাইতে থাকেন। এ গানটির পর সাবিনা ইয়াসমিন আরও একটি দেশাত্মবোধক গান ‘ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গান। আনন্দ সমাবেশে গানের পাশাপাশি আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান চলছে। এছাড়া রয়েছে লেজার শো ও আতশবাজির আয়োজন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mZP1eG

November 26, 2017 at 01:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top