নয়াদিল্লি, ১৩ নভেম্বরঃ দেশের ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে নামের পাশে ‘বিশ্ববিদ্যালয়’ বা ‘ইউনিভার্সিটি’ লেখার ওপর নিষেধাজ্ঞা জারি করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)।
সুপ্রিমকোর্টের একটি নির্দেশিকার কথা উল্লেখ করে ইউজিসি-র সচিব পি কে ঠাকুর এই বিজ্ঞপ্তি জারি করেন। এই নির্দেশ অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের নামের পাশে বিশ্ববিদ্যালয় শব্দটি ব্যবহার করা বন্ধ করতে হবে। এর বদলে ‘ডিমড্ টু বি ইউনিভার্সিটি’ শব্দটি ব্যবহার করা যেতে পারে। এই নির্দেশ কার্যকরী না হলে ইউজিসি উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।
এই ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ইন্ডিয়ান অ্যাগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড, বিটস পিলানি, ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এবং ক্রাইস্ট ইউনিভার্সিটি-র মতো নাম রয়েছে।
উল্লেখ্য, ৩ নভেম্বর এই নির্দেশ শীর্ষ আদালত থেকে আসার পরই ১০ নভেম্বর তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইউজিসির-র তরফে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zFVhel
November 13, 2017 at 06:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন