প্রিয়রঞ্জন দাশমুন্সি আর নেই

নয়াদিল্লি, ২০ নভেম্বরঃ দিল্লির অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘ ৯ বছর ধরে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে ফুসফুসের সংক্রমণে আরও অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী।

২০০৮ সালের অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মস্তিষ্কে অতিমাত্রায় রক্তক্ষরণের ফলে তিনি কোমায় চলে যান। দিল্লির AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুদিন পর AIIMS কর্তৃপক্ষ তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। যদিও দলের পক্ষ থেকে তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সম্প্রতি তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। ক্রমেই শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শেষমেশ আজ সাড়ে ১২টা নাগাদ তাঁর মৃত্যু হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zSREV7

November 20, 2017 at 02:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top