কারাঙ্গাসেম, ইন্দোনেশিয়া, ২৭ নভেম্বরঃ গত মঙ্গলবার থেকেই মাটি কাঁপছিল। ধোঁয়াও বেরতে দেখা যায়। সোমবার কাকভোর থেকে প্রায় ৩৪০০ মিটার উঁচু পর্যন্ত আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যে কোনো সময় জ্বলন্ত লাভা উগরে দিতে পারে মাউন্ট আগুং। ইন্দোনেশিয়ার অন্যতম রিসর্ট আইল্যান্ড বালির এই আগ্নেয়গিরির আশপাশ এলাকা থেকে অন্তত ২৫ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরে গিয়েছেন। কুটার বিশ্বখ্যাত টুরিস্ট হাব থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে মাউন্ট আগুং জেগে ওঠায় ইন্দোনেশিয়া সরকার চরম সতর্কতা জারি করেছে। কালো ধোঁয়ার জন্য বালির বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।
ছবিঃ বালির মাউন্ট আগুং ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।–সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ab2oxs
November 27, 2017 at 09:53AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন