শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে পারে না- খালেদা জিয়া

সুরমা টাইমস ডেস্ক:: শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হবে না, হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রবিবার (১২ই নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

সমাবেশে বক্তব্য রাখছেন খালেদা জিয়াপ্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন,‘ শেখ হাসিনার অধীনে কোনও নিরপেক্ষ নির্বাচন হবে না। স্থানীয় নির্বাচনগুলোয় কী পরিমাণ চুরি করা হয়েছে তা বাংলাদেশের মানুষ দেখেছে। আওয়ামী লীগ চুরি করে জিততে চায়, তারা জগগণকে ভয় পায়।’

ঘণ্টাব্যাপী বক্তব্যে খালেদা জিয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট ইত্যাদি বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘জনগণকে নিয়েই আমরা রাজনীতি করি। জনগণই আমাদের ভালোবাসা। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই।’

বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের উদ্দেশে বিএনপি প্রধান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে।’

সিইসির উদ্দেশে তিনি আরও বলেন, ‘নির্বাচনে ইভিএম ব্যবহার করা চলবে না। দেশের মানুষ পরিবর্তন চায়, আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পেতে চায়। এজন্য নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yvP2bL

November 12, 2017 at 11:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top