সুদের হার কমল, তবে এবার বাড়ি ও গাড়ির ঋণে

মুম্বই, ২ নভেম্বরঃ গতকাল এফডির-র ওপর সুদের হার কমানোর পরও আরও কিছু ক্ষেত্রে সুদের হার কমাল এসবিআই। তবে এটা মধ্যবিত্তের হিতের কথা চিন্তা করে। এবার গাড়ি-বাড়ির ঋণে সুদের হার ০.০৫ শতাংশ কমাল দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এর ফলে স্টেট ব্যাংকে গৃহঋণে সুদের হার ৮.৩৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৮.৩০ শতাংশ। গাড়ি ঋণে সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮.৭০  শতাংশ। ১ নভেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর হয়েছে।

স্টেট ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, সুদের হার কমার ফলে এক বছরের ঋণে এমসিএলআর ৮ শতাংশ থেকে কমে হল ৭.৯৫ শতাংশ।
মনে করা হচ্ছে, স্টেট ব্যাংকের পথ অনুসরণ করে অন্যান্য ব্যাংকগুলিও ঋণে সুদের হার কমাতে পারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yonWr2

November 02, 2017 at 04:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top