খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা : সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

সুরমা টাইমস ডেস্ক:: রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ঢাকা ফেরার পথে মঙ্গলবার (৩১শে অক্টোবর) ফেনীর মহিপালে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে বোমা হামলা ও পাশবর্তী স্থানে অগ্নি সংযোগের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আজ বুধবার (১লা নভেম্বর) সিলেট নগরীর জিন্দবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম এর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সমবায় বিষয়ক সম্পাদক একে চৌধুরী সুহেল এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন পান্না বলেন, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে বর্তমান অবৈধ আওয়ামী সরকার দিশেহারা হয়ে কাপুরুষের মত যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে হামলা চালিয়েছে। যা অত্যন্ত ন্যাক্কা জনক ও নিন্দনীয়। যদি অবিলম্বে হামলাকারী যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয়ে ছাত্র-জনতা দেশের সাধারণ মানুষকে নিয়ে আরো কঠোর আন্দোলন সংগ্রামের ডাক দিতে বাধ্য হবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ খান স্বপন, আহমেদ নাজিম পান্না, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, লুৎফুর রহমান, দবির আহমদ, শেখ নজরুল ইসলাম, জহুরুল ইসলাম রাসেল, সুমন আহমদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান, হারুনুর রশিদ, কামরুল ইসলাম জনি, জিতু মিয়া, জাকারিয়া আহমদ, পান্না ঘোষ, একরাম হোসেন, সৈয়দ মোস্তফা কারমরু, সৈয়দ মোশারফ হোসেন, সাঈদুর রহমান, সুহেল মেহদী জালাল, সৈকত চন্দ্র বাপন, ইমদাদুল হক ইমু, অষীম কুমার দে, রবিউল হাসান রবিন, সাহেদ আহমদ, নাহিদ হাসান অনিক, আবুল কাশেম সুহেল, আব্দুল হাই রাজন, সাঈম আহমেদ জুবের, শাহরিয়ার ইমন, মোস্তফা কামাল শাহিন, আব্দুল গফুর, ফয়জুল আহমদ, জিদান আহমদ, রুহেল আহমদ, তুহেল আহমদ, শায়েন্তে নূর প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z3kPV1

November 01, 2017 at 06:58PM
01 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top