হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী সোহেল মাহফুজ ও হাতকাটা সোহেলের অন্যতম সহযোগি ও জঙ্গি সংগঠক শামীম প্রকাশ ওরফে আব্দুল্লাহ (২৭) কে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার নিমতলা-পিড়াশন সড়ক সংলগ্ন বোয়ালমারি বিলের একটি গভীর নলকূপের ঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়।
শামীম প্রকাশ গোমস্তাপুর উপজেলার নিমতলা-কাঁঠাল গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয় শামীম প্রকাশকে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আল খান জানান, পুলিশ সদর দফতরের দেয়া তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোমস্তাপুর উপজেলার বোয়ালমারী বিলে অভিযান চালায়। এসময় একটি গভীর নলকুপের ঘর থেকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ জেএমবি সদস্য শামীম প্রকাশকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীমের আরো দুই সহযোগী পালিয়ে যায় বলে জানান তিনি। সে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোহেল মাহফুজের অন্যতম সহযোগী এবং জেএমবির উত্তরাঞ্চল সামরিক শাখার অন্যতম সদস্য। শামীম অস্ত্র পরিচালনায় বিশেষভাবে প্রশিক্ষিত দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সংগঠনকে শক্তিশালি করতেই তিনি এলাকায় অবস্থান করছিলেন। ২০১২ সালে জেএমবির শীর্ষ নেতা সালমান হত্যাসহ বিস্ফারক আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। সালমানকে জবাই করে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে শামীম।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2zFP8RX
November 16, 2017 at 07:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন