নয়াদিল্লি, ২৩ নভেম্বরঃ ভারতীয় নৌসেনা পেল প্রথম মহিলা পাইলট। বুধবার, নৌসেনার প্রথম মহিলা বিমানচালক হিসেবে যোগ দিলেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা শুভাঙ্গী স্বরূপ। তবে, শুভাঙ্গী মেরিটাইম রিকনেস্যান্স এয়ারক্র্যাফট বা সমুদ্রে নজরদারি বিমান চালাবেন। এর পাশাপাশি, আরও তিন মহিলা নৌসেনার অফিসার হিসেবে যোগ দিলেন। এঁরা হলেন- দিল্লির বাসিন্দা আস্থা সেহগল, পুদুচেরির রূপা এ এবং কেরলের শক্তি মায়া এস। তিনজনই নেভাল আর্মামেন্ট ইনস্পেক্টরেট (এনএআই)- বিভাগে দায়িত্ব পেয়েছেন।
বুধবারই নৌসেনার অ্যাকাডেমি কুন্নুরের এজহিমালা থেকে ৩২৮ জন ক্যাডেটসের সঙ্গে পাস করলেন শুভাঙ্গী। এর আগে ভারতীয় নৌবাহিনীতে মহিলা অফিসার নিয়োগ করা হয়েছে ঠিকই কিন্তু পাইলট এই প্রথম। হায়দরাবাদের দুন্দিগাল এয়ারফোর্স অ্যাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। তারপরে নৌসেনার পাইলটের প্রশিক্ষণ নেন। শুভাঙ্গীকে শুভেচ্ছা জানিয়েছেন নৌসেনা প্রধান সুনীল লাম্বা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2A1jNZN
November 23, 2017 at 04:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন