চট্রগ্রাম, ২৫ নভেম্বর- দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লিতে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন ওয়ার্মআপ সেশনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে আসেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে। ব্লুমফন্টেইনে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল যখন টি-টুয়েন্টি সিরিজে খেলতে নামার প্রস্তুতি নেয়, মোস্তাফিজ তখন বিসিবির চিকিৎসক দেবাশীস চৌধুরীর তত্ত্বাবধানে সুস্থ হয়ে ওঠার মিশনে নামে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চট্রগ্রাম পর্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাজশাহী কিংসের জার্সি গায়ে মাঠে ফিরলেন মোস্তাফিজ। বিশ্বের বড় বড় লিগগুলো তাকে পেতে হা-হুতাশ করে। অথচ দেশের প্রধান টি-টুয়েন্টি লিগে সেই মোস্তাফিজ গত আসরে ইনজুরির কারণে খেলতে পারেননি। রাজশাহী কিংস সাত ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে। পরের রাউন্ডে যেতে হলে পেছনে ফেরার সুযোগ নেই। এমন সময়ে মোস্তাফিজকে পেয়ে দলটি কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়। আর/১৭:১৪/২৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2A59m7R
November 25, 2017 at 11:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন