ক্যানিং, ২৬ নভেম্বর- মুকুল রায়ের নাম না করে খোঁচা দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বললেন, বিজেপিকে বলছি ভাল কোচ দেখুন। এ কোচ কোনওদিন মাঠেই নামেননি। শনিবার ক্যানিংয়ে তৃণমূলের সভায় মুকুলের নাম না করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, কুৎসা করে লাভ হবে না। ভোটেই দাঁড়াননি। পাড়ার মোড় থেকে রেলমন্ত্রী বানিয়েছি। পাড়ার মোড় থেকে জাহাজমন্ত্রী বানিয়েছি। দলের প্রধান করেছি। আমাদের দলে থেকে সব ভোগ করলেন, আর আমাদেরই লাথ মারলেন। ছিল রেলের মাল সাপ্লায়ার হয়ে গেল রেলমন্ত্রী। এরপরই পার্থর কটাক্ষ, বিজেপিকে বলছি ভাল কোচ দেখুন, এ কোচ কোনওদিন মাঠেই নামেননি। এদিনই প্রথমে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক, পরে উলুবেড়িয়ার জনসভায় তৃণমূলকে আক্রমণ শানান মুকুল রায়। বিজেপির রাজ্য দফতরে মুকুল অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতিতেই ট্রেডমার্কের স্বত্বের আবেদন করেছিলেন তিনি। শুধু পার্থ চট্টোপাধ্যায়ই নয় দলের জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায় এদিন মুকুল রায়ের নাম না করে তাঁকে খোঁচা দিয়েছেন৷এই প্রথম মুকুলকে নিয়ে মুখ খুলেছেন তিনি৷শোভন বলেন, একটি পচা ফল ঝুড়িতে থাকলে তা ভালো ফলকেও পচিয়ে দেয়। তখন সেই ফল ফেলে দিতে হয়। রাখার ঝুঁকি নিতে নেই। পার্থদা সেই কারণে ঝুড়ি থেকে পচা ফলকে তুলে ফেলে দিয়েছেন। সেই পচা ফল কোনও কাজে লাগে না। তাই সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, একজোট হয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। পচা ফলের দিকে কোনওভাবে তাকাবেন না। তিনি বলেন, বিজেপি যতই হইচই করুক, আগামী পঞ্চায়েত নির্বাচনে বসার জায়গা পাবে না। তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১৫:৪০/২৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i6JOAf
November 26, 2017 at 09:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন