কাবুল সংবাদমাধ্যম দপ্তরে বন্দুকবাজের হামলা

কাবুল, ৭ নভেম্বরঃ আফগানিস্তানের অন্যতম বড় বেসরকারি সংবাদমাধ্যম সংস্থা শামশাদ টিভি চ্যানেলের দপ্তরে চলল সন্ত্রাসবাদী হামলা। মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে সশস্ত্র সন্ত্রাসবাদী দপ্তরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চ্যানেলর বহু কর্মী দপ্তরে আটকে রয়েছেন বলে অনুমান পুলিশের।

কাবুল পুলিশ জানিয়েছে, বন্দুকবাজদের হামলার খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে, বেশ কয়েক জন হতাহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে, কত জন এই হামলা চালিয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য জানাতে পারেনি কাবুল পুলিশ। এখনও কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ybbXbZ

November 07, 2017 at 03:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top