কলকাতা, ৩০ নভেম্বরঃ বিশ্ববাংলা নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ করলেন মুকুল। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ববাংলা লোগো নিয়ে কুৎসা ছড়ানো হচ্ছে। মিথ্যে বলা হচ্ছে। এই লোগো ২০১৩ সালে আমার তৈরি। আমি রাজ্য সরকারকে বিনামূল্যে দিয়েছিলাম। সরকার এটা বিক্রি করতে পারবে না।’
আজ বিজেপির রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে মুকুলবাবু পালটা বলেন, ‘মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, বিশ্ববাংলার লোগো তাঁর তৈরি। ২০১৪ সালে মার্চে তিনি বিনামূল্যে রাজ্য সরকারকে তা ব্যবহার করতে দিয়েছেন। অথচ ২০১৩ সালের ২৬ নভেম্বর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লোগোর স্বত্ব চেয়ে আবেদন করেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমতিও নেন তিনি। আবার নবান্ন থেকে দুই আমলা বললেন, এটা সরকারি সম্পত্তি। তা হলে কে সত্যি বলছেন? তদন্ত করে দেখা উচিত।’ মুকুলের আরও দাবি, ইন্ডিয়ান ট্রেড মার্ক জার্নালে চলতি বছরের মে মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববাংলার স্বত্বাধিকারী বলা হয়েছে। তবে কোন সংস্থাকে দিয়ে তদন্ত করাতে চাইছেন তা স্পষ্ট করেননি তিনি। সূত্রের খবর, সিবিআই বা আর্থিক প্রতারণা সংক্রান্ত বিষয়ে তদন্ত করে এমন কোনো কেন্দ্রীয় সংস্থার কথাই বলা হচ্ছে বিজেপির তরফে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i1LGXb
November 30, 2017 at 07:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন