নিউজিল্যান্ডের আম্পায়ার বিলি বাউডেনের কথা অনেকেরই মনে আছে। হাত, কোমর বেঁকিয়ে বাউডেন চার-ছক্কা-রান আউটের সিগন্যাল দিতেন। তাঁর বিখ্যাত বাঁকানো আঙুল নিয়ে প্রচুর কালি খরচ হয়েছে সংবাদমাধ্যমে। এমন অভিনব ভঙ্গির জন্যই সমাদৃত হয়েছিলেন বাউডেন। একবার ভারতের প্রাক্তন ওপেনার সুনীল গাওস্কর কিউয়ি আম্পায়ারের কীর্তি দেখে বলেই ফেলেছিলেন, বাউডেন রান আউট নিয়েও মস্করা করছে। খেলার মধ্যেই বিনোদনের মশলা পরিবেশন করতেন বাউডেন। বাউডেনের মতোই ক্রিকেট মাঠে বিনোদন পরিবেশন করছেন আর এক আম্পায়ার। তিনি অবশ্য বিদেশি নন। তিনি এদেশেরই। একেবারেই বিখ্যাত নন। ভারতের বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তাঁকে জনপ্রিয় করে দিয়েছেন। জাদেজার একটা ভিডিও পোস্টই বিখ্যাত করে দিয়েছে সেই আম্পায়ারকে। ভিডিও-তে দেখা যাচ্ছে, সেই অখ্যাত-অনামী আম্পায়ার খেলা চলাকালীন নাচতে শুরু করে দিয়েছেন। তাঁর সেই নাচের ভঙ্গিও বিচিত্র। খবর এবেলার। কোথায় খেলা হচ্ছিল, কাদের মধ্যে খেলা চলছিল, সেগুলো অবশ্য জাদেজা তাঁর পোস্টে লেখেননি। আম্পায়ারের অভিনব নাচের ভিডিও পোস্ট হওয়ার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে। সূত্র: বিডি২৪লাইভ আর/১৭:১৪/৩০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nfsoD9
November 30, 2017 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top