নিজেকে পুলিশের ছেলে পরিচয় দিয়ে পুলিশকে মারধর কিশোরের

রায়গঞ্জ, ২৪ নভেম্বরঃ নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে পরিচয় দিয়ে ট্রাফিক পুলিশের এএসআই-কে মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। জানা গিয়েছে, শিলিগুড়ি মোড়ে এক মোটর সাইকেল আরোহীর মাথায় হেলমেট না থাকায় কর্তব্যরত পুলিশ তাকে থামাতেই সে পুলিশকে গালিগালাজ করে। এমনকি নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে দাবি করে রাজু আহমেদ নামে ওই কিশোর। এরপরেই কর্তব্যরত ওই পুলিশ আধিকারিককে ধাক্কা মারার পাশাপাশি মারধরও করে বলে অভিযোগ।

খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে রাজু আহমেদকে। জানা গিয়েছে, রাজুর বাড়ি রায়গঞ্জ থানা এলাকার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের চোপড়া গ্রামে। স্থানীয় শীতগ্রাম স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে। ওই কিশোরের বাবা কৃষক বলেও জানা গিয়েছে। তবে আটক রাজু কেন পুলিশের সঙ্গে ওই ধরনের ব্যবহার করলো সে ব্যাপারে কোনো উত্তর দিতে চায়নি সে। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ওই কিশোরের বয়স মাত্র ১৫ বছর। কিভাবে বিনা লাইসেন্সে, বিনা হেলমেটে বাইক চালানোর অনুমতি ও সাহস পেল ওই কিশোর তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজুর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একাধিক ধারায় মামলা করা হয়েছে। শনিবার তাকে আদালতে পেশ করা হবে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2B8F94s

November 24, 2017 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top