আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভেলের জুরি পদ থেকে ইস্তফা সুজয় ঘোষের

গোয়া, ১৪ নভেম্বরঃ শুরু আগেই বিতর্কে জুড়ল গোয়া চলচ্চিত্র উত্‍সব। ৪৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) ১৩ সদস্যের বাছাই করা দুটি ছবি বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রদর্শন তালিকায় থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আইএফএফআইয়ের জুরি প্রধানের পদ তেকে ইস্তফা দিলেন পরিচালক সুজয় ঘোষ। উল্লেখ্য, গত ৯ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রক এ বারের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘ফিচার’ ও ‘নন-ফিচার’ বিভাগে নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করেছিল। আগামী ২০ থেকে ২৮ নভেম্বর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এই তালিকা থেকে বাদ পড়ে পরিচালক সনল শশীধরনের মালয়ালাম ছবি ‘এস দুর্গা’ এবং রবি যাদবের মরাঠি ছবি ‘ন্যুড’।

জুরি সদস্যদের অভিযোগ, এই বাদ দেওয়া নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এমনকী এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্যও করেনি মন্ত্রক।

‘এস দুর্গা’ দেশের বাইরে বেশ কয়েকটি চলচ্চিত্র উত্‍সবে দেখানো হয়েছিল। ‘ন্যুড’ ছবিতেও আর্ট স্কুলের একটি অন্য দিক তুলে ধরা হয়েছে। দু’টি ছবিই মানুষের কাছে সমাদৃত হয়েছে। এমন ছবি বাদ দিয়ে বিনোক কাপরি পরিচালিত হিন্দি ছবি ‘পিহু’কে বেছে নেওয়া হয়েছে ফেস্টিভ্যালের ওপেনিং ছবি হিসেবে।

সুজয় ঘোষ অবশ্য এবিষয়ে কোনোকিছু না বলে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে নিঃশব্দে প্রতিবাদ জানিয়েছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AHtoTp

November 14, 2017 at 05:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top